স্পোর্টস ডেস্ক:বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা চৌধুরী। আজ সোমবার বেলা পৌনে বারটার দিকে তিনি পৌঁছান। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতাসম্পন্ন এই ফুটবলারকে বরণ করে নিতে সকাল থেকেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করেন বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তা। ছিল অনেক গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের উপস্থিতি।
শিলংয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার। তার আগে এবার আলোচনায় হামজার জার্সি নম্বর।
ইতোমধ্যে জানা গেছে হামজা ৮ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। তবে ক্লাবে ৩৮ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় তাকে। বর্তমান তিনি সিলেট নিজ গ্রামে অবস্থান করছেন। আগামীকাল ঢাকা এসে অনুশীলন করবেন তিনি।
আজ বিকাল সাড়ে তিনটায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছালে হাজার হাজার জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। স্মরণীয় এ সফরে তার সঙ্গী ছিলেন মা, স্ত্রী ও সন্তানরা।