শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -২.২৬°সে

চিটাগাং এসোসিয়েশন নর্থ আমেরিকার নির্বাচনী তফশিল ঘোষণা: নির্বাচন ১৯ অক্টোবর

অনলাইন ডেস্ক: নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটিতে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৯ অক্টোবর এ সংগঠনের নির্বাচন হবে।সোমবার (২৬ আগস্ট) সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সংগঠনের নির্বাচন কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন প্রধান নির্বাচন কমিশনার শেখ মোহাম্মদ খালেদ। তফশিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শাহাব উদ্দিন সাগর। এ সময় অন্য তিন কমিশনার রুহুল আমিন প্রকাশ হোসেন, মোহাম্মদ সেলিম হারুন ও মোহাম্মদ আবদুল হান্নান চৌধুরী বক্তৃতা করেন।

লিখিত বক্তব্যে শেখ মোহাম্মদ খালেদ বলেন, ‘চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এবং গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সম্পন্ন করার জন্য পাঁচ জনবিশিষ্ট দক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়। চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার অর্ন্তবর্তী কমিটি কর্তৃক গেল ১৪ জুন নয়া নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত হয়।’

তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের পর বিলম্ব হলেও আমরা অন্তর্বর্তী কমিটির কাছ থেকে চূড়ান্ত ভোটার তালিকা পাই। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, ভোটার সংখ্যা দুই হাজার ৬৬৩ জন ও আজীবন সদস্য ২২৩ জন (তবে আজীবন সদস্যের তথ্যটি হালনাগাদ করার প্রয়োজন রয়েছে)।

শেখ মোহাম্মদ খালেদ বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর কমিশনের কার্যক্রম সূচারুভাবে পরিচালনার জন্য কমিশনের প্রথম সভায় শাহাব উদ্দিন সাগরকে মুখপাত্র, মোহাম্মদ সেলিম হারুনকে অর্থনৈতিক, রুহুল আমিন প্রকাশ হোসনেকে দাপ্তরিক ও মোহাম্মদ এএইচ হান্নানকে সাংগঠনিক ব্যাপারে তদারকির দায়িত্ব দেয়া হয়। এর থেকে নির্বাচন কমিশনের সদস্যরা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন উপহার দেয়ার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছেন।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন এ পর্যন্ত ভার্চুয়ালসহ মোট সাতটি সভা করেছে। এছাড়া, দুই দফা অন্তর্বর্তী কমিটির সাথে ভার্চুয়াল সভা করে। সাধারণ সদস্যদের সাথেও মত বিনিময় সভা করে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে মতামত নেয়ার চেষ্টা করা হয়। সর্বশেষ গেল ২৫ আগস্ট রাতে নির্বাচন কমিশনের জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১৯ অক্টোবর চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ আমেরিকার নির্বাচনের দিন ধার্য্য করে গঠনতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।’

শেখ মোহাম্মদ খালেদ বলেন, ‘ঘোষিত তফশিলের পর আমরা এ নিয়ে স্টেকহোল্ডারসহ সংশ্লিষ্টদের সাথে গঠনতন্ত্র মোতাবেক আলোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করব। ভোট গ্রহণের স্থান ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তী সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

পরে শাহাব উদ্দিন সাগর নির্বাচনের তফশিল ঘোষণা করেন। নির্বাচনের তফশিল ঘোষণার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনাররা।

শাহাব উদ্দিন সাগর বলেন, ‘শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ব্রুকলিনস্থ সমিতি কার্যালয়ে মনোনয়ন পত্র বিক্রি বা বিতরণ করা হবে। মনোনয়ন পত্র দাখিল বা গ্রহণ করা হবে ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত। মনোয়ন পত্র বাছাই করা হবে ১০ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত আপিল নেয়া হবে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপিলের শুনানী ও রায় দেয়া হবে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ও ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।’

তিনি জানান, এবারের নির্বাচনে মনোনয় ফরম ফি জনপ্রতি ১০০ ডলার। এছাড়া, ধার্য্যকৃত মনোনয়ন ফি সভাপতি প্রার্থী দুই হাজার ২০০ ডলার, সিনিয়র সহসভাপতি প্রার্থী এক হাজার ৮০০ ডলার, সহ-সভাপতি প্রার্থী দেড় হাজার ডলার, সাধারণ সম্পাদক প্রার্থী এক হাজার ৯০০ ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এক হাজার ৪০০ ডলার, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী এক হাজার ২০০ ডলার, কোষাধ্যক্ষ এক হাজার ১০০ ডলার, সহ-কোষাধ্যক্ষ এক হাজার ডলার, দপ্তর সম্পাদক এক হাজার ডলার, সহ দপ্তর সম্পাদক ৮০০ ডলার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এক হাজার ডলার, সমাজ কল্যাণ সম্পাদক এক হাজার ডলার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এক হাজার ডলার, ক্রীড়া সম্পাদক এক হাজার ডলার, নির্বাহী সদস্য ৭০০ ডলার।
সূত্র-সিএন

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় গরুর দুধে বার্ড ফ্লু শনাক্ত, জরুরি অবস্থা জারি
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনীর তালিকায় খাদ্য ব্যবসায়ীরা
হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’র দেখা মিলল নিউইয়র্কে
নিউইয়র্কে হেলথকেয়ারের সিইওকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পচিম প্রথম আলো , ডেইলি ষ্টার সহ বিভিন্ন মিডিয়ায় ভাংচুর ও সাংবাদিকদের গ্রেফতারে প্রতিবাদ জানিয়েছে

আরও খবর