জামালপুর প্রতিনিধি:
জামালপুরে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাতে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- হাজীপুর ফকির পাড়া এলাকার মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম, জামাল উদ্দিনের ছেলে মো. পলাশ মিয়া ও নজরুল ইসলামের ছেলে মো. ফরমান।
তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের সেলিম আবদীন নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছিল ওই তিনজন। এ ঘটনায় যৌথবাহিনীর কাছে অভিযোগ করেন ওই ব্যবসায়ী। পরে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন, আটককৃতদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। ফরমান ও সিরাজুল ইসলাম বিএনপির কর্মী।
জামালপুর সদর থানার ওসি মো. ফয়সল আতিক বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ব্যবসায়ী সেলিম তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে তোলা হবে।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত