প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১০:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৫৮ পি.এম
“চট্রগ্রাম শিল্প কলা একাডেমি নবাগত কর্মকর্তা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাই- বিশ্বতান সংগঠন নেতৃবৃন্দ

চাইথোয়াইমং মারমা ,স্টাফ রিপোর্টার :
শিল্পকলা একাডেমি চট্টগ্রাম জেলার সোমবার সন্ধ্যা ৭ টায় নিজ কক্ষ নবাগত কালচারাল অফিসার আয়াজ মাবুদ সাথে সৌজন্য সাক্ষাৎ,ফুলেল শুভেচ্ছা,উত্তরী দিয়ে বরণ করে নিলেন আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ব্র্যান্ড এম্বাসেডর ড: মোহাম্মদ সাজ্জাদ হোসাইন,পাবর্ত্য বিষয়ক উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকারকর্মী চাইথোয়াইমং মারমা,প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা,সাধারণ সম্পাদক
অপর্ণা রায় চৌধুরী,অর্থ সম্পাদক রুনা বড়ুয়া,সদস্যদের মধ্যে ছিলেন অপি পাল,আদ্রিতা পাল,রায়না চৌধুরী প্রমুখ।
আয়াজ মাবুদ স্যার গত ৪ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্বতান আন্তর্জাতিক ৪র্থ বর্ষপূর্তি উৎসবের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়েছিলেন। এই উৎসবে উঁনাকে আমন্ত্রণ জানানোতে কৃতজ্ঞতা জানাই। কিন্তু অত্যন্ত দু:খের সাথে জানিয়েছিলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার সবরকম প্রস্তুতি থাকলেও উক্ত দিন কুমিল্লায় দুইটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সভা থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি।
আন্তর্জাতিক বিশ্বতানের আন্তরিকতায় উঁনি অত্যন্ত আনন্দিত ও পুলকিত। কিন্তু শেষ মূহুর্তে এসে উঁনার প্রাণের শহর চট্টগ্রামে আন্তর্জাতিক বিশ্বতানের বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দু:খ প্রকাশ করেছিলেন। উঁনি আশা করেছিলেন সামনের অন্য কোন সময়ে আন্তর্জাতিক বিশ্বতানের সকলের সাথে আনন্দময় কিছু সময় কাটাবেন।আজ সেই মাহেন্দ্রক্ষণ এসেছে আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের সকল সংগঠক- শিল্পীকর্মীর প্রতি আন্তরিক শুভ কামনা জানিয়েছেন।
পাঁচ বছরের সাংস্কৃতিক ঐতিহ্যসম্পন্ন আন্তর্জাতিক বিশ্বতানের গৌরবের সাথে কাজ করাতে আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহার ভূয়সী প্রশংসা করেছেন। উঁনি আশাবাদি এই সংস্কৃতি চর্চা বহুগুণে বেগবান হবে,সকলের কল্যাণ হবে, সংস্কৃতির জয় হবে কোন একদিন দেখতে পাবে। আরো উল্লেখ্য যে,আন্তজার্তিক সাংস্কৃতিক বিশ্বতান সংগঠনের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেলেন, পাহাড়ের নিপিড়ীত সুবিধা বঞ্চিত সাংস্কৃতিক সমাজ সেবক পিছিয়ে পড়া ১১ ক্ষুদ্র পাহাড়ি জনগোষ্ঠীর সাংস্কৃতিক তুলে ধরা লক্ষ্য উদেশ্য সততা কাজ করার আলোকিত পথ প্রর্দশক হিসাবে হাল ধরতে মানবাধিকার কর্মী ও সাংবাদিক চাইথোয়াইমং মারমা গণমাধ্যমকে জানান। তিনি রাজস্থলী প্রেস ক্লাবের সিনিয়ার সহসভাপতি পদে রয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠনের দেশে বিদেশি সাংস্কৃতিক সমাজ সেবক সংগঠন ও ভোক্তাধিকার দায়িত্বরত রয়েছে। আন্তজার্তিক সাংস্কৃতিক সংগঠন বিশ্বতান এর সততা নিষ্ঠা সাথে সামনের দিকে অগ্রসর নিয়ে কাজ করতে চাই। আমাকে পার্বত্য চট্রগ্রামের আন্তজার্তিক সাংস্কৃতিক বিশ্বতান সংগঠনের উপদেষ্টা বিষয়ক দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নরেন সাহা সহ সংগঠনের কর্মকর্তা কর্মচারী সদস্য ও সদস্যা নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ আন্তজার্তিক সাংস্কৃতিক বিশ্বতান সংগঠন দেশে বিদেশে সুনামের সাথে সাংস্কৃতিক অঙ্গনকে এবং সুন্দর পরিবেশের সারা দুনিয়ায় সমৃদ্ধির বয়ে এনে ছড়িয়ে যাক সকলের কাছে একান্ত প্রত্যাশায় কামনা করছি। শেষান্তে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কে বিশ্বতান সাংস্কৃতিক আন্তজার্তিক সংগঠন এর প্রতিষ্ঠাতা নরেন সাহা নেতৃত্বে সদস্য সদস্যাবৃন্দ উপস্থিতে ফুলের তোরা দিয়ে বরন ও উত্তরি পড়িয়ে মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়েছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত