গফরগাঁও প্রতিনিধি:ময়মনসিংহের গফরগাঁওয়ের মুখী শাহ্ মিসকিন মাজারের সামনের গাব গাছের নিচে গামছা পরে শুয়ে ছিলেন নাটক ও চলচ্চিত্র অভিনেতা সমু চৌধুরী। সেখান থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে গফরগাঁওয়ের মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে শাহ্ মিসকিন মাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
গফরগাঁওয়ের পাগলা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে সমু চৌধুরী কে উদ্ধার করেছে। উনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন, অভিনয় শিল্পীসংঘও বিষয়টি নিশ্চিত করেছে। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে উনাকে হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, সমু চৌধুরীকে উদ্ধারের আগে শাহ্ মিসকিন মাজারে তার শুয়ে থাকার ছবি ফেসবুকে পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহের গফরগাঁও শাহ মিসকিন মাজারের ঐতিহ্যবাহী গাব গাছের নিচে শুয়ে আছেন অভিনেতা সমু চৌধুরী। মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনার আত্মীয়স্বজন বা কাছের প্রিয়জনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চলচ্চিত্রের এই ব্যক্তিটিকে সাহায্য করুন, যেন উনি, উনার প্রিয়জনদের কাছে সুস্থভাবে ফিরে যেতে পারেন।’
ওই পোস্টটি নিমিষেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দৃষ্টিগোচর হয় অভিনয়শিল্পী সংঘেরও। এরপর সমু চৌধুরীকে উদ্ধার করতে তারা পুলিশকে অনুরোধ করে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত