সাদুল্লাপুর প্রতিনিধি:এক যুগ আগে নির্মাণ করা গ্রামীণ রাস্তা ঘেষে রয়েছে বিশালাকৃতির পুকুর। ক্রমান্বয়ে এ পুকুরগর্ভে বিলীন হচ্ছে রাস্তাটি। এতে করে ভোগান্তিতে পড়েছে শতাধিক পরিবার। চলাচলে যেন দুর্ভোগের অন্ত নেই তাদের। ঘটনাটি গাইবান্ধার সাদুল্লাহপুরের জামালপুর ইউনিয়নের।
এলাকাবাসীরা জানান, ইউনিয়নের তরফ বাজিত পূর্বপাড়ার রেজা চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন গ্রামীণ এ রাস্তাটির পাশেই বড় ধরণের একটি পুকুর রয়েছে। আর এ পুকুরের জেরে রাস্তাটি ভেঙে যাচ্ছে। ভাঙতে ভাঙতে অনেকাংশ সংকুচিত হয়ে গেছে। ওঠে যাচ্ছে রাস্তার ইটগুলোও। ইতোমধ্যে ভাঙা স্থানে একটি পরিবারের পাকাঘরে ফাটলও দেখা দিয়েছে। তবুও এই জরাজীর্ণ রাস্তা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ‘হেরিং বন বন্ড প্রকল্পের আওতায় তরফ বাজিত ডিসি রাস্তার নলডাঙ্গা মোড় থেকে দক্ষিণে গণি মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তাটি নির্মাণ করা হয়। ইতোমধ্যে ইট ওঠে নড়বড়ে হওয়াসহ পুকুরে বিলীন হয়ে গেছে রাস্তার একটি অংশ। জরুরিভাবে পুননির্মাণ না করা হলে যে কোনো গোটা রাস্তাটি পুকুরে বিলীত হয়ে যেতে পারে। ঘটতে পারে প্রাণহানির ঘটনাও।’
শফিজল ইসলাম নামের এক ভুক্তভোগী বলেন, ‘পুকুরে রাস্তা ধসে যাওয়ার কারণে আমার পাকা ঘরে ফাটল ধরেছে। রাস্তা মেরামতের জন্য প্রশাসনসহ ইউপি চেয়ারম্যানকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু কর্ণপাত করেনি কেউ।’
এ বিষয়ে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন, ‘রাস্তার বিষয়টি আমার জানা। সুযোগ পেলে প্রকল্পের মাধ্যমে কাজ করার চেষ্টা করবো।’
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত