অনলাইন ডেস্ক:
আসন্ন ঈদুল আজহায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ঢাকায় ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
গত বছর ঢাকার ভেতরে ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৪০ থেকে ৪৪ টাকা।
রোববার (২৫ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ট্যানারি মালিকদের জন্য চামড়ার এই দাম ঘোষণা করেন।
তিনি আরও জানিয়েছেন, লবণযুক্ত খাসির চামড়ার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। টিপু মুনশি বলেছেন, ‘কাঁচা চামড়া নিয়ে কারসাজি করলে বিদেশে রপ্তানির অনুমোদন দেওয়া হবে।’