ইমরান মোল্লা:
নগরীর খানজাহান আলী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটায় কুয়েট পকেট গেট সংলগ্ন জনতা ব্যাংকের পাশ থেকে শহীদ হাওলাদারের পুত্র রবিউল হাওলাদারকে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার করে। খানজাহান আলী থানার এসআই জয় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ফুলবাড়িগেট ৭/৮ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই জয় সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছালে অন্যরা পালিয়ে গেলেও রবিউল হাওলাদারকে কাঠের বাটযুক্ত লোহার চাপাতি যার হাতলের দৈর্ঘ্য সাড়ে ১৫ ইঞ্চি, ২৮ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত লোহার ছড়া, ৩০ ফুট লম্বা নাইলনের রশি, ৩টি গামছা, ৩০ ইঞ্চি লম্বা ৪টি লোহার রড সহ আটক করে। এ ব্যাপারে খানজাহান আলী থানায় একটি মামলা হয়েছে।