আন্তর্জাতিক ডেস্ক: কর্মীর আচরণ পছন্দ না হওয়ায় রেস্তোরাঁয় আগুন দিয়ে দিলেন এক ক্রেতা।এতে তিনতলার ওই রেস্তোরাঁর নিচতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়, প্রাণ হারায় ১১ জন। গতকাল বুধবার রাতে ভিয়েতনামে এই ঘটনা ঘটে।
রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, কর্মীদের সঙ্গে ঝামেলার পর তিনতলা ক্যাফের একতলায় আগুন লাগায় এক ক্রেতা। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভিয়েতনামের জনসুরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, পুলিশ রাত ১১টার দিকে আগুন লাগার খবর পায়। তখন অনেকে ক্যাফেতে আটকে পড়েছিলেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের সন্দেহ, ক্যাফেতে ইচ্ছে করে আগুন লাগানো হয়েছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তি তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছে। সে তিনতলা ক্যাফের একতলায় আগুন ধরিয়ে দেয়। তার আগে ক্যাফের কর্মীদের সঙ্গে তার প্রবল তর্কাতর্কি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন খুব দ্রুত ছড়ায়। তার ফলে আটক মানুষদের উদ্ধার করার কাজ বাধা পায়। ক্যাফে থেকে বেরোনোর সবকটি জায়গায় আগুন জ্বলতে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, সাতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে দুই জন হাসপাতালে ভর্তি। আগুনে ১১ জন নিহত হয়েছেন।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত