1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
কোচের বিরুদ্ধে সাফজয়ী ফুটবলারদের বিদ্রোহ - Voice of New Jersey

কোচের বিরুদ্ধে সাফজয়ী ফুটবলারদের বিদ্রোহ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:

কোচ পিটার বাটলারের সঙ্গে সাফজয়ী সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব পুনরায় প্রকাশ্যে এসেছে। ব্রিটিশ কোচের অধীন কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন সাবিনা খাতুনরা।দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার গণ অবসরের হুমকিও দিয়ে রাখলেন নারী ফুটবলাররা।

বৃহস্পতিবার বাফুফে ভবনে একত্র হয়ে নারী ফুটবলাররা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলার থাকলে সম্মান নিয়ে ফুটবলকে বিদায় জানাতে চান তারা।

নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালেই সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট আর সামনে আসেনি।

পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাফুফে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে ঢাকায় এসেছেন। এরপর থেকে আবার নতুন সংকট তৈরি হয়েছে।

আগামী জুনে নারী এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেই লক্ষ্যে নারী ফুটবলারদের প্রস্তুত রাখতে পুরোদমে কাজ শুরু করেছে।

কিন্তু শুরুতেই থমকে গেল নারী ফুটবলারদের বিদ্রোহের মুখে। সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দূরত্বের বিষয়টি বাফুফের জানা। এরপরও এতদিন এ নিয়ে উদ্যোগ নেয়নি ফেডারেশন।

বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে বসেছিলেন। সংকট দূর করতে নারী ফুটবলারদের পাশাপাশি কোচকে নিয়ে আলাদা বৈঠক করেছে বাফুফে। সেই বৈঠকে ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ফাহাদ করিম। কয়েক দফা বৈঠকেও সমস্যার সমাধান হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT