ফরিদপুর প্রতিনিধি:কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, দুর্নীতিবাজরা বিগত ১৫ বছর কৃষকের কষ্টের টাকা লুণ্ঠন করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন। দেশের কৃষক সবচেয়ে বেশি উপেক্ষিত।
কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ফরিদপুরে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় যেতে পারলে তারেক রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবেন।
এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে বিকাল ৪টায় শহরের ব্রহ্মসমাজ রোডে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত