কুমিল্লা প্রতিনিধি: শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ এবং ইনস্টিটিউশন ফর প্রফেশনাল এক্সিলেন্স অ্যান্ড রিসার্চ (আইপিইএক্স) এর সহযোগিতায় কুমিল্লা ট্রমা সেন্টার কর্তৃক আয়োজিত শোল্ডার আস্ত্রোস্কোপি বিষয়ক কর্মশালা গত ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা ট্রমা সেন্টারের হলরুমে আয়োজিত কর্মশালার লক্ষ্য ছিল কাঁধের আস্ট্রোস্কোপি, রোগ নির্ণয় থেকে শুরু করে উন্নত অস্ত্রোপচারের কৌশলগুলি সম্পর্কে গভীরভাবে বোঝানো।
1. কাঁধের আল্ট্রাসনোগ্রাফি:
রোগ নির্ণয় এবং সিদ্ধান্ত গ্রহণ।
2 সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ণয়।
3. ডায়াগনস্টিক শোল্ডার আগ্রোভোর প্যাটমিন্ট পজিশনিং, পোর্টাল প্লেসমেন্ট এবং সাধারণ ফলাফল।
4. আব্রোস্কোপিক ব্যাঙ্কার্ট । এই কর্মশালায় বক্তব্য রাখেন ডাঃ প্রফেসর মোঃ হাসান মাসুদ,প্রফেসর ডাঃ জিএম জাহাঙ্গীর হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ আরিফ হোসাইন, চীফ কনসালটেন্ট (হেল্থ এন্ড রিসার্চ )ডাঃ আবদুল্লাহ আল রাফি।
সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থপনা পরিচালক অধ্যাপক ড. আব্দুল হক।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত