মানিকগঞ্জ প্রতিনিধি:
আর্থিক সচ্ছলতার লক্ষ্যে মানিকগঞ্জ কারাগারে নারী কয়েদিদের নকশিকাঁথা শিখানো হচ্ছে। এতে কারাগার থেকেই স্বাবলম্বী হয়ে স্বাভাবিক জীবন গড়তে পারবেন বলে মনে করেন নারী কয়েদিরা। সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা কারাগারে কারারক্ষী এবং কয়েদিদের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এ সময় কারাগারের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করা হয়। কারাগারের নারী ওয়ার্ডে নারী কয়েদীদের নকশিকাঁথা শিখানো কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী কয়েদি বলেন, আমি কারাগারে এসে নকশিকাঁথা সেলাই শিখেছি। এখন আমি সম্পূর্ণভাবে নকশিকাঁথা সেলাই শিখেছি। ইচ্ছা আছে কারাগার থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে গিয়ে নকশিকাঁথা সেলাই কার্যক্রম চালিয়ে জীবিকা নির্বাহ করব।
আরেক নারী কয়েদি বলেন, আমি আগে কখনও নকশিকাঁথা সেলাই জানতাম না। কারাগারে এসেই শিখেছি। এতে আমার কারাগারের ভিতর সময় কেটে যায়। আবার ভালো একটি কাজ শিখা হলো। স্বাভাবিক জীবনে ফিরে নকশিকাঁথা সেলাই করে নিজের ভাগ্য বদল করতে চাই।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, সরকার কারাগারে বিভিন্ন কার্যক্রম চালু করেছেন। তার ধারাবাহিকতায় কারাগারে নারী কয়েদিদের নকশিকাঁথা সেলাই শিখানো হচ্ছে। এতে তারা কারাগারের ভিতরেই বসেই আর্থিক লাভবান হবেন। তাদের এই নকশিকাঁথা বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্য মেলায় বিক্রি করা হবে। লভ্যাংশের একটি ভাগ তাদের হাতে দেওয়া হবে। যাতে তারা স্বাভাবিক জীবনে গিয়ে আর্থিকভাবে সচ্ছল হতে পারে। এছাড়া কারাগারে পুরুষ কয়েদিদের জন্য ফার্নিচার তৈরি করা শেখানো হচ্ছে।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত