1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কিছু বললে সহ্য করব না: অমিতাভ - Voice of New Jersey
লিড নিউজ

ঐশ্বরিয়াকে নিয়ে খারাপ কিছু বললে সহ্য করব না: অমিতাভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে বিস্তর আলোচনা সমালোচনা। সম্প্রতি সেই সমালোচনায় নেটিজেনদের চুপ করিয়ে দেয় আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক-ঐশ্বরিয়া আর বিগবি অমিতাভ বচ্চনের একত্রে উপস্থিতি। সেদিন আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। একই গাড়িতে তাদের ফিরতেও দেখা যায়। এই দেখে নিশ্চিন্ত তাদের ভক্ত-অনুরাগীরা। ছেলে অভিষেকের দিকে ধেয়ে আসা নানা কটাক্ষ বুক পেতে সহ্য করলেও পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে খারাপ কোনো মন্তব্য কিছুতেই সহ্য করবেন না বলে জানিয়ে দেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

অনেক বছর আগে ঐশ্বরিয়াকে নিয়ে একটি অপসংবাদের জেরে চটেছিলেন অমিতাভ। সেই পুরোনো বিষয়টি নিয়েই নতুন করে আবার ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা শুরু হয়েছে। সেই ২০১০ সালের ঘটনা। এক প্রতিবেদনে উঠে আসে ‘স্টমাক টিউবারকুলোসিস’-এ আক্রান্ত ঐশ্বরিয়া। যার ফলে মা হতে পারবেন না ঐশ্বরিয়া! আর এমন খবরে রেগে যান অমিতাভ বচ্চন। কীভাবে তার পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে লেখালেখি হতে পারে, তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন।

সেই সময় ব্লগ লিখতেন অমিতাভ। সেখানেই এ ঘটনা তুলে শাহেনশাহ লিখেছিলেন—খুব বিরক্তি, রাগ ও যন্ত্রণা নিয়ে আজ লিখছি। এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন ও অসংবেদনশীল।’ এখানেই থামেননি বিগবি। স্পষ্ট জানান, ঐশ্বরিয়ার ব্যাপারে খারাপ কিছু বললে তিনি ছেড়ে কথা বলবেন না।

অমিতাভ আরও লিখেছিলেন— এই পরিবারের প্রধান আমি। ঐশ্বরিয়া শুধু আমার পুত্রবধূ নয় ও আমার কন্যা। তিনি বলেন, সবচেয়ে বড় কথা— ও আমার পরিবারের একজন নারী। তাই ওর সম্পর্কে খারাপ মন্তব্য করলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। পরিবারের পুরুষ, যেমন আমার বা অভিষেকের বিষয়ে কিছু বললে আমি সহ্য করে নিতে পারি। কিন্তু আমার বাড়ির নারীদের দিকে আঙুল তুললে আমি সহ্য করব না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT