1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
এখনও পুনস্থাপন হয়নি সেতুটি - Voice of New Jersey

এখনও পুনস্থাপন হয়নি সেতুটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার দেখা হয়েছে
ক্যাপশন : সিলেট যতরপুরে সেতুর অভাবে পথচারীদের চরম দুর্ভোগ, পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ।

মো. ফয়ছল আলম
নগরের যতরপুরে ছড়ার উপর থেকে স্টিলব্রিজ উঠিয়ে রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনার দীর্ঘদিন পর ব্যবস্থা নিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে নগর কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন।

এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, মিরাবাজার থেকে যতরপুর হয়ে সোবহানীঘাট কাঁচাবাজার রাস্তায় স্থানীয় খালের পাড়ে একটি স্টিলব্রিজ ছিলো। সেই ব্রিজ দিয়েই যাতায়াত করতেন এলাকাবাসী। এই সড়ক দিয়ে বের হয়ে সোবহানীঘাট ডি, ওয়াই মাদরাসা এবং স্থানীয় মন্দিরসহ বাজারে যাতায়াত করতেন এলাকাবাসী। ক’বছর আগে হঠাৎ স্থানীয় একটি পরিবার তাদের সহযোগীদের নিয়ে ‘স্টিল ব্রিজটি ভেঙ্গে গেছে’ এই অজুহাতে তা সরিয়ে নেয়। এরপর এলাকাবাসী মেয়র কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরেছেন একাধিকবার। কিন্তু কোনো সদুত্তর মিলেনি। রাস্তাপাকাকরণ হলেও গতিপথ খালের পারেই থামিয়ে দেয়া হয়। ফলে চরম বিপাকে পড়েন এই সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন।

সম্প্রতি এলাকার লোকজন এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দ্বারস্থ হন। এলাকার সমাজসেবী বাদশা মিয়া, শামীম তালুকদার, ফয়সল গাজীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী নগর প্রশাসকের নজরে দেন বিষয়টি। ফলে নগর প্রশাসক আবু আহমেদ ছিদ্দীকী সিসিকের সংশ্লিষ্টদের বিষয়টি দেখার জন্য বলেন। ব্রিজ পুনঃস্থাপনের নির্দেশ দেন তিনি। কিন্তু এ যাবৎ এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ব্যাপারে এলাকার সমাজসেবী শামীম তালুকদার বলেন, ছোট বেলা থেকে আমরা এ ব্রিজ দিয়ে রাস্তা পার হয়েছি। একটি স্বার্থান্বেষী মহল ব্রিজটি তুলে দিয়েছে। আর তাতে কাউন্সিলরসহ অনেকেই নীরব থেকেছেন। মানুষের দুর্ভোগের কথা কেউ চিন্তা করছেন না। সবাই নিজের স্বার্থ দেখছেন। আমরা অবিলম্বে রাস্তার সঙ্গে থাকা ব্রিজ পুনঃস্থাপন চাই। তাই আমরা এলাকার পক্ষ থেকে সিসিকের প্রশাসককে বিষয়টি জানিয়েছি। তিনি আমাদেরকে আশস্ত করেছেন, এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। প্রশাসক সাহেব প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিৎ দেবকে বিষয়টি দেখার দায়িত্ব দিয়েছেন।

এ ব্যাপারে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ^জিৎ দেব অভিযোগকারীদের বলেছেন, তিনি বিষয়টি জেনেছেন। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে বিষয়টি সময় সাপেক্ষে বলেও তিনি এলাকাবাসীকে জানান।

এ ব্যাপারে এ প্রতিবেদক সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি দেখবো বিষয়টি কোন অবস্থায় আছে। যেখানে জনগণের স্বার্থ জড়িত সেখানে আমরা কাজ করবো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT