1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
এক ইলিশের দাম ৬,৪৮০ টাকা - Voice of New Jersey

এক ইলিশের দাম ৬,৪৮০ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:মেঘনায় জেলের জালে ধরা পড়ল রাজা ইলিশ। ওই ইলিশের ওজন ২ কেজি ৭০ গ্রাম; যা ৬ হাজার ৪৮০ টাকায় বিক্রি হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতু‌লি মাছঘাটে ওই ইলিশ‌টি স্থানীয় মাছ ব্যবসায়ীদের উপস্থিতিতে ডাকে (নিলাম) তোলা হয়। সেখানে সর্বোচ্চ ডাকে কিনে নেন ও‌ই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন।

আড়তদার মো. কামাল হোসেন জানান, বৃহস্প‌তিবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মা‌ঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ‌টি। ভোলা সদরের ধ‌নিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামা‌ঝি মেঘনা নদীতে ধ‌রা পড়ে ইলিশ‌টি। যার ওজন ২ কে‌জি ৭০ গ্রাম। পরে দুপুর ২টার দিকে জেলে ত‌ছির মা‌ঝি তুলাতু‌লি মাছঘাটে মাছ‌টি নিয়ে আসেন। এরপর ডাকের (নিলাম) মাধ্যমে ইলিশ‌টি আমি সর্ব্বোচ ডাকে কিনে নেই। এ সময় কয়েকজন আড়তদার ও মৎস্য ব্যবসায়ী ছিলেন কিন্তু তাদের চেয়ে বেশি দাম বলায় আমি জিতে যাই।

তি‌নি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে ডাক শুরু হয় এরপর বাড়তে বাড়তে ৬ হাজার ৪৮০ টাকায় শেষ হয়। এই মাছ‌টি বরিশাল আড়তে সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকায় বি‌ক্রি করতে পারবেন বলেও দাবি করেন তি‌নি। এছাড়া ২ কে‌জি ওজনের বেশি ইলিশ মাছকে রাজা ইলিশ বলে জানান তি‌নি।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বিগত কয়েক দিনে ইলিশ ধরার নিষেধাজ্ঞা ও নি‌ষিদ্ধ কারেন্ট জা‌ল ধ্বং‌সের অভিযান অব্যাহত থাকায় নদীতে এখন বড় বড় ইলিশ পাচ্ছেন জেলেরা। এছাড়া আগামীতেও তারা সব ধরনের অভিযান সফলভাবে সম্পূর্ণ করবে। এতে আরও বড় সাইজের ইলিশ জেলেদের জালে ধরা পড়বে বলেও দাবি করেন তি‌নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT