1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
উত্তরায় দম্পতিকে কোপানোর মূলহোতা যুবলীগ কর্মী - Voice of New Jersey
লিড নিউজ
সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার প্রশাসনের দাবী প্রত্যাখ্যান করে হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব সুনামগঞ্জে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ ‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ নাটোরে নারী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে ; ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপর হামলা মার্কিন নেতৃত্বে ইউক্রেনে শান্তি সম্ভব: জেলেনস্কি রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন চান অংশীজনরা গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প জানা গেল মাগুরার সেই শিশুর সর্বশেষ শারীরিক অবস্থা
শিরোনামঃ
সুনামগঞ্জের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ হওয়ার প্রশাসনের দাবী প্রত্যাখ্যান করে হাওর বাঁচাও আন্দোলনের সংবাদ সম্মেলন জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব সুনামগঞ্জে চাঁদা আদায় নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ ‘মিথ্যা সংবাদ প্রকাশ করায়’ সাংবাদিক অধ্যাপকসহ ৯ জনকে আইনি নোটিশ নাটোরে নারী নির্যাতনের মামলায় সাবেক এসপি কারাগারে ; ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপর হামলা কুমিল্লায় ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি ও ফোরপট্টি লাইন রেখেই ড্রেন নির্মাণ মার্কিন নেতৃত্বে ইউক্রেনে শান্তি সম্ভব: জেলেনস্কি রাখাল রাহা ও ৪০০ কোটি টাকার প্রোপাগান্ডা নিয়ে যা বললেন সারজিস তিস্তা মহাপরিকল্পনা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন চান অংশীজনরা গার্ডিয়ানকে ড. ইউনূস: বাংলাদেশকে বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখবেন ট্রাম্প

উত্তরায় দম্পতিকে কোপানোর মূলহোতা যুবলীগ কর্মী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

উত্তরা প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মেহেবুল-ইপ্তি দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িত মূলহোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান মেহেদী হাসান সাইফসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় ব্যবহৃত রামদা দুটিও উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতার বাকিরা হলেন- মোবারক, রবি রায়, আলফাজ ও সজিব।

পুলিশ জানায়, বুধবার সকালে উত্তরা ৯ নম্বর সেক্টরের পার্শ্ববর্তী ঢাকা-আশুলিয়া মহাসড়ক সংলগ্ন পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার পাশে অবস্থিত তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়।গ্রেফতার সাইফ ও সজিবকে নিয়ে আব্দুল্লাহপুর খানবাড়ির অলি মুন্সির ৫ তলা ভবনের পেছনে থাকা তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, গ্রেফতার সাইফ ও সজিব আপন দুই ভাই। আব্দুল্লাহপুর খান বাড়িতে ভাড়া থাকলেও তাদের চলাফেরা ছিল বেপরোয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ওরা ছোটবেলা থেকেই উগ্র স্বভাবের। সাইফ যুবলীগের কর্মী।যুবলীগের মিটিং-মিছিলে যেত। উত্তরা ৯ নম্বর সেক্টরের যুবলীগ নেতা সোহেল ও মনিরুজ্জামানের অনুসারী সে। এ ছাড়া তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯নং রোডে মেহেবুল-ইপ্তি দম্পতিকে কোপানোর মূলহোতা ও কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্ব দেয় সাইফ। এ সময় সাইফের সঙ্গে রামদা হাতে অপরজনের নাম আলফাজ ওরফে শিশির।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তারা নদীতে ধারাল অস্ত্রগুলো ফেলেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা স্থানটিতে অভিযান চালিয়ে রামদা উদ্ধার করেছি।ঘটনার সময় ব্যবহৃত তাদের মোটরসাইকেলও আটক করা হয়েছে।

এই মামলার বাকি বিষয়গুলো খুব দ্রুত সম্পন্ন হবে বলেও জানান ওসি।

মেহেবুল-ইপ্তি দম্পতিকে কোপানোর নেতৃত্ব দেওয়া সাইফ ও সজিবকে গ্রেফতারের বিষয়ে ওসি হাফিজুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের গাজীপুরের টঙ্গী-কোনাবাড়ির বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করি।

উল্লেখ্য, উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় গত সোমবার দিবাগত রাতে বিকট শব্দে বাইক চালানো ও রিকশাযাত্রীদের মারধরের প্রতিবাদ করায় উত্তরার বাসিন্দা মেহেবুল হাসান ও নাসরিন আকতার ইপ্তিকে রামদা দিয়ে কোপায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এ ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী ওই দম্পতি। এরই মধ্যে গ্রেফতার মোবারক ও রবি রায়কে রিমান্ডে দিয়েছেন আদালত।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT