অনলাইন ডেস্ক:
উচ্চ আদালতের রায় মেনে নিয়ে অবিলম্বে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে নিয়ে শপথ আয়োজনের ব্যবস্থা করুন। আর এটি আপনাদের প্রতি শেষবারের মতো আহ্বান।
আজ বৃহস্পতিবার বিকেলে ডিএসসিসির প্রধা কার্যালয় নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রেরর বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ‘আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার ওপর বৈষম্যমূলক আচরণ করছে। তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। অবিলম্বে সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করে শপথ আয়োজন করতে হবে স্থানীয় সরকার বিভাগকে। অন্যথায় উচ্চ আদালতে আদালত অবমাননার বিচার চাওয়া হবে।’
তিনি বলেন, ‘সরকারকে শেষবারের মতো আহ্বান জানাই। অবিলম্বে শপথ আয়োজন করুন, অনথ্যায় নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন বেগবান করা হবে।’
আজ সকাল থেকেই তুমুল বৃষ্টি উপেক্ষা করে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসুচি পালন করছেন ঢাকাবাসী। টানা ১৫ দিনের মতো একই দাবিতে নগর ভবনের সামনে অবস্থান করছেন তারা।
গত ১৪ মে থেকে ইশরাক হোসেবকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা অবস্থান কর্মসুচি পালন করে যাচ্ছেন ঢাকাবাসী। এ দাবিতে গেল সপ্তাহে দুই দিন যমুনার সামনেও অবস্থান কর্মসুচি পালন করেন তারা।
গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেন নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাক হোসেনকে সেই গেজেট বাস্তবায়নের কোন উদ্যোগ নেয়নি স্থানীয় সরকার মন্ত্রনালয়। আজ বৃহস্পতিবার আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ না পড়ানো নিয়ে করা খারিজ করে দেন আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চ।