1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
আল-নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর - Voice of New Jersey
লিড নিউজ

আল-নাসরের সঙ্গে নতুন চুক্তি রোনালদোর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮ বার দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক:ইউরোপীয় ফুটবলকে বিদায় জানিয়ে ২০২২ সালে সৌদি ক্লাব আল-নাসরে ভিড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মাসেই চুক্তির মেয়াদ শেষ ছিল পর্তুগিজ এই বরপুত্রের। গুঞ্জন ছিল, আল-নাসর ছেড়ে যাচ্ছেন ‘সিআরসেভেন’। তবে সব গুঞ্জন উড়িয়ে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করলেন রোনালদো।

আরও দুই বছর আল-নাসরে থাকছেন রোনালদো। আজ বৃহস্পতিবার ক্লাবটি জানিয়েছে, ২০২৭ সাল পর্যন্ত আল-নাসরে থাকছেন আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা।

২০২২ সালের ডিসেম্বরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০ কোটি মার্কিন ডলারের চোখধাঁধানো চুক্তিতে আল-নাসরে যোগ দেন রোনালদো। তার পর থেকে সব প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন তিনি। যদিও দলগত সাফল্য এসেছে খুব কমই। সবশেষ মৌসুমেও সৌদি প্রো লিগে তৃতীয় হয়েছে তার দল। যদিও ২৪ গোল করে লিগটির শীর্ষ গোলদাতা ছিলেন রোনালদো।

সাম্প্রতিক সময়ে তার ভবিষ্যৎ নিয়ে চলছিল নানা গুঞ্জন। গত মাসে আল সৌদি প্রো লিগে ফাতেহর বিপক্ষে হারের পর রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’ এরই মধ্যে নতুন চুক্তি করলেন তিনি। নতুন চুক্তিতে সই করার পর সামাজিক মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT