1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত অন্তত ১৫ - Voice of New Jersey

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত অন্তত ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়।আজ বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

খামা প্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ প্রতিবেদনের আরও বলা হয়, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এদিকে এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্যও নিহত হন।

খামা প্রেস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিমান হামলায় বারমাল জেলার মুর্গ বাজার এলাকার একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ হামলায় বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হওয়ার পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আফগান এই মন্ত্রণালয় বলেছে, তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এই হামলার নিন্দাও করেছে।

অপরদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT