আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা কৃষক দলের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার( ২৯ জুন) সকালে উপজেলার ৮ ইউনিয়নে বৃক্ষ রোপণ কর্মসূচির শুরুতে আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজে বৃক্ষ রোপণ এর শুভ উদ্বোধন করা হয়।
উক্ত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান রিপন, শফিউল আলম সুমন, যুগ্ম সম্পাদক মান্নান,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট সহ আত্রাই উপজেলা কৃষেক দলের নেতা কর্মী ও ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মীবৃন্দ।