1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল - Voice of New Jersey

আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার উদ্যোগে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি:-নওগাঁর আত্রাইয়ে তৌহিদী ছাত্র জনতার আয়োজনে শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধার ও মাজলুম ফিলিস্তিনের মুক্তির দাবিতে এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আত্রাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ মিছিলটি বের হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী,নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি করেন।

এ সময় তিনি বলেন,”ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের অব্যাহত নিপীড়ন ও আগ্রাসন মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্ববাসীকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা এবং ফিলিস্তিনের মানুষের অধিকার। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানাই।

মিছিলে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা ফিলিস্তিনের মুক্তি ও মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহকে সংগঠিত হওয়ার এবং ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন আহমেদ,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন,মোল্লা আজাদের কলেজের ছাত্র মাহফুজ রহমান,মোহাম্মদ বিপ্লব হোসাইন,শানভীর রহমান ,মোঃ রোহান ,তানভীর হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT