অনলাইন ডেস্ক:
কক্সবাজারে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ বাংলাদেশি ৫৬ জেলেকে আটক করে ধরে নিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর ফেরত দিল মিয়ানমারের নৌবাহিনী।
গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
ধরে নিয়ে নিয়ে যাওয়া ৬টি ট্রলারের মালিকরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম, মো. শফিক। এদের মধ্যে মো. শফিকের মালিকাধীন ২টি ট্রলার রয়েছে।
ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাতে লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ‘সকালে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী দক্ষিণ-পশ্চিম সাগরে বাংলাদেশি জেলেদের কিছু ট্রলার মাছ ধরছিল। এগুলোর মধ্যে ৬টি ট্রলার মাছ ধরার এক পর্যায়ে সাগরে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এতে মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারের জেলেদের ধরে নিয়ে যায়।’
বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘সাগরে মাছ ধরার এক পর্যায়ে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে ঢুকে পড়ায় দেশটির নৌবাহিনীর সদস্যরা এসব জেলেদের ধরে নিয়ে গিয়েছিল। পরে ট্রলারগুলোতে থাকা মাছ, জাল ও খাদ্যদ্রব্য ছিনিয়ে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ছেড়ে দিয়েছে।’
রাতে ছেড়ে দেওয়ার পর ধরে নিয়ে যাওয়া জেলেরা স্ব স্ব বাড়িতে ফিরেছেন বলে জানান লে. কর্নেল আশিকুর রহমান।
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত