সুনামগঞ্জ প্রতিনিধি:
মানবাধিকার সংগঠন ‘অধিকার’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। ৮ মার্চ (শনিবার) বেলা ৩ টায় শহীদ জগৎজ্যোতি লাইব্রেরী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন নারীরা আজ পিছিয়ে নয়। তাই নারীদের প্রতি বৈষম্য করা যাবে না। সদ্য জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ গ্রহন করেছেন, শহীদ হয়েছেন। শহীদ আবু সাঈদ মুগ্ধদের পাশে অনেক মা’দেও দেখা গেছে। আন্দোলনে অংশ গ্রহন করতে না পারলেও আন্দোলন চলাকালে পানি শরবত নিয়ে হাজির হয়েছেন মা জননীরা। এতে করে পুরুষরা আরো অনুপ্রাণিত হন। অধিকার’র সুনামগঞ্জ জেলা আহবায়ক মুহাম্মদ আমিনুল হক’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-হেলাল, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, মানবাধিকার কর্মী নুরুল হাসান আতাহার, কৃষক নেতা সিরাজুল ইসলাম, অনির্বান মহিলা সংঘের সভানেত্রী শিল্পী বেগম, স্বপ্ননীল মহিলা সংঘের সভাপতি মাহিন চৌধুরী, রুশনা প্রমুখ।
#
Publisher: voiceofnewjersey LLC, USA.
Editor: Masud Alam Chowdhury
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত