সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩.১৯°সে
সর্বশেষ:
শেরপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬, দুর্ভোগে দেড় লাখ মানুষ ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দিশেহারা বাংলাদেশ সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সুলতানা রাজিয়া পেলেন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি যাত্রী কল্যাণ সমিতির গাইবান্ধায় ২১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ লক্ষাধিক টাকার হাজিরাযন্ত্র বিকল সিটিজেনশিপের পথ সুগম।। কানাডার ভাষা শিখলেই পাওয়া যাবে ওয়ার্ক পারমিট গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে গাইবান্ধায় জনসভা বসুন্ধরা কিংস ফুটবল একাডেমির যাত্রা শুরু ময়মনসিংহের দুই উপজেলায় ৮০ গ্রাম প্লাবিত, পানিবন্দী লাখো মানুষ টাকার নতুন নকশায় বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি

৬ দেশকে বিনা মূল্যে শস্য দেবেন পুতিন

অনলাইন ডেস্ক:
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হয়েছে রাশিয়া–আফ্রিকা সম্মেলন। এ সম্মেলন ঘিরে ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা চাপে থাকা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। এরই পরিপ্রেক্ষিতে আফ্রিকার ছয়টি দরিদ্র দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

বৃহস্পতিবার সম্মেলনের প্রথম দিনে পুতিন বলেন, ‘আগামী মাসগুলোয় আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়ায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টন খাদ্যশস্য বিনা মূল্যে সরবরাহ করতে সক্ষম হব।’

পুতিনের এই প্রতিশ্রুতির কিছুদিন আগে ইউক্রেন থেকে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির একটি চুক্তি থেকে সরে আসে মস্কো। ওই চুক্তির আওতায় কৃষ্ণসাগর হয়ে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য সরবরাহ করা হচ্ছিল। এভাবে এক বছরের বেশি সময় ধরে ইউক্রেনের বন্দরগুলো থেকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টন শস্য রপ্তানি করা হয়েছে। বিশ্বে খাদ্যের দাম স্থিতিশীল রাখতে এই চুক্তি বড় সহায়তা করেছিল।

এদিকে সম্মেলনে যোগ দেওয়া আফ্রিকার নেতাদের উদ্দেশে চুক্তির বিষয়টি নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রাশিয়া চুক্তি থেকে সরে গিয়ে দরিদ্র দেশগুলোকে যে সংকটের দিকে ঠেলে দিয়েছে, তা নিয়ে আফ্রিকার নেতাদের প্রশ্ন করার আহ্বান জানান তিনি। আজ নিউজিল্যান্ড সফরের সময় ব্লিঙ্কেন বলেন, তাঁরা জানেন বর্তমান পরিস্থিতির জন্য দায়টা আসলে কার।

রাশিয়া–আফ্রিকা সম্মেলন দুই দিনের। শেষ হবে আগামীকাল শুক্রবার। সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ মহাদেশটির ১৭ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে। এবার দ্বিতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৯ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সোচি শহরে প্রথম রাশিয়া–আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শেরপুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬, দুর্ভোগে দেড় লাখ মানুষ
ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দিশেহারা বাংলাদেশ
সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন’র আত্মপ্রকাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সুলতানা রাজিয়া পেলেন জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননা
বৈজ্ঞানিক পদ্ধতিতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দাবি যাত্রী কল্যাণ সমিতির

আরও খবর