বিনোদন ডেস্ক
প্রযোজক রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতে রহমান শলের হাতে হাত রেখে হাজির হয়েছিলেন সুস্মিতা সেন। সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরায় রহমানকে জড়িয়ে ছবি তোলার জন্য পোজ দেন অভিনেত্রী।
কালো শাড়িতে সুস্মিতার লুক ছিল বরাবরের মতোই নজরকাড়া। সাদা কুর্তা-পাজামা ও বেজ ব্লেজার পরে পোজ দিয়েছেন রহমান। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ছবি।সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারো মিলন হলো ৪৭ বছর বয়সি সুস্মিতা ও ৩২ বছরের রহমানের।
তিন বছর আগে নিজের বয়সের চেয়ে ১৫ বছরের ছোট রহমানের সঙ্গে প্রেমের খবর দিয়েছিলেন এই সাবেক বিশ্বসুন্দরী। দীর্ঘদিন প্রেমের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটেছিল। গত দুই বছরে কোথাও একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে।
জানা গেছে, শিগগিরই রহমানের সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা রয়েছে সুস্মিতার। এমনকি অভিনেত্রীর মেয়েদেরও নাকি রহমানকে বেশ পছন্দ। তাই নিজেদের সম্পর্ককে বিয়েতে রূপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।