সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩.৭৬°সে
সর্বশেষ:
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার মোহনগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক ২২ বছর পর অজিদের রাজ্যে সিরিজ জিতল পাকিস্তান ১৬ বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সারজিসের অনুরোধ বাসসের প্রতিবেদন: শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক পৃথক বিক্ষোভ- সমাবেশ উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আসছে তীব্র শৈতপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় বৃদ্ধির সম্ভাবনা কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের স্কুল ভবনের উদ্বোধন

১৪০ ট্যাবলেট খেয়ে চিরঘুমে পুলিশ সদস্য

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা মডেল থানায় কর্মরত এক পুলিশ সদস্য পারিবারিক কলহে ১৪০টি ট্যাবলেট খাওয়ার পর মারা গেছেন। ওই কনস্টেবলের নাম রুবেল মিয়া (২৮)।

রোববার রাতে তিনি ওই থানার ব্যারাকে ট্যাবলেট খাওয়ার পর অসুস্থ হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকাল পাঁচটার দিকে তিনি মারা যান। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সহনাটি গ্রামের মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের ছেলে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে তিনি রাত সাড়ে ৮টার দিকে থানার মেসে রাতের খাবার খান। এরপর তিনি তার ফেসবুক আইডিতে ‘দ্য ইন্ড’ লিখে স্ট্যাটাস দেন। এটি রাত ১২টার দিকে তার ছোট ভাই দেখতে পেয়ে ৯৯৯ এ কল করে জানান। এরপর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট থানাকে অবহিত করে।

ঘটনার জানার পর নেত্রকোণা মডেল থানা পুলিশ তাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর তাকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার বিকাল পাঁচটার দিকে রুবেল মিয়া মারা যান।

তিনি নেত্রকোণা শহরের কোর্ট স্টেশন এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। গত সপ্তাহে স্ত্রী ও সন্তানরা বাড়িতে চলে যাওয়ার পর থানা ব্যারাকে থাকতেন।

এ বিষয়ে রুবেল মিয়ার বাবা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও তার স্ত্রী জেসমিন আক্তারের ফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, কনস্টেবল রুবেল মিয়া ৮ বছর ৬ মাস ২৯ দিন আগে পুলিশে যোগদান করেন। নেত্রকোণা মডেল থানায় ১ বছর ৬ মাস আগে যোগদান করেন। পারিবারিক কলহের কারণে তিনি অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার
মোহনগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক
১৬ বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সারজিসের অনুরোধ
বাসসের প্রতিবেদন: শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে
পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক পৃথক বিক্ষোভ- সমাবেশ
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আরও খবর