সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১০.৬৪°সে
সর্বশেষ:
সিরিয়ায় সুন্নীদের বিজয়: নেপথ্যের নায়ক হযরত ওমরের বংশধর জোলানি থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন সিরিয়ায় ইরানি দূতাবাসে বিদ্রোহীদের হামলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে শুকরানা স্বরূপ সিজদায় অবনত টাইগার যুবারা পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা কুমিল্লায় বিল থেকে দুই যুবকের লাশ উদ্ধার পর্যটনকেন্দ্রে মদ খেয়ে বিএনপির ৪ নেতার তাণ্ডব, বার বন্ধ রাজস্থলীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত যুবক – ১ মুড়ি ভেজে সাড়া ফেলেছেন এ্যানী বেঙ্গল টাইম টিভিতে সংবাদ প্রকাশের পর গাইবান্ধায় কাঠ কয়লার কারখানায় প্রশাসনের অভিযান গাইবান্ধায় শেষ হলো ৩ দিনব্যাপী জেলা ইজতেমা

১০ ব্যাংক মিলে হবে ডিজিটাল ব্যাংক

অনলাইন ডেস্ক:
একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বেসরকারি খাতের ১০টি ব্যাংক। যৌথভাবে প্রস্তাবিত এ ব্যাংকের নাম হবে ‘ডিজি টেন ব্যাংক পিএলসি।’

সবগুলো ব্যাংকই যেহেতু পুঁজিবাজারে তালিকাভুক্ত, তাই নিজ নিজ পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করার কথা জানিয়েছেন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা।

একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, বিনিয়োগের সিদ্ধান্ত তারা নিয়েছেন। কিন্তু পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদন নিয়ে ডিএসইর মাধ্যমে পিএসআই প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে তাদের। পিএসআই প্রকাশ করেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমোদনের জন্য আবেদন করবে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় বড় ধরনের কোনো বিনিয়োগ বা ব্যবসায় নতুন কিছু সংযোজিত হলে বিনিয়োগকারীদের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) জানাতে হয়।

ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে গত জুন মাসে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। ১ আগস্ট আবেদনের শেষ তারিখেও কোনো সাড়া না পাওয়ায় ১৭ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এমন সময়ই ১০ ব্যাংকের এ উদ্যোগের কথা জানা গেল।

প্রস্তাবিত ‘ডিজি টেন ব্যাংক পিএলসি’তে মালিকানায় অংশ নেওয়ার কথা জানিয়ে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এমটিবি। মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে বিনিয়োগকারীদের জানিয়ে দেব আগামী কার্যদিবসের মধ্যে।

এই ব্যাংকে বিনিয়োগের কথা জানিয়েছে দ্য সিটি ব্যাংকও। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকটি জানায়, প্রস্তাবিত ‘ডিজি টেন ব্যাংক পিএলসি’তে ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধন হবে ন্যূনতম ১২৫ কোটি টাকা। সিটি ব্যাংক বিনিয়োগ করলে তা হবে ডিজিটাল ব্যাংকের পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ। অর্থাৎ এই ব্যাংকে সিটি ব্যাংকের শেয়ার থাকবে ১১ দশমিক ১১ শতাংশ। ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে প্রস্তাবিত ‘ডিজি টেন ব্যাংক পিএলসি’তে বিনিয়োগ করবে সিটি ব্যাংক।

এ দুটি ছাড়া কনসোর্টিয়ামে আরও আট ব্যাংক যোগ দিতে সম্মত হয়েছে। এর মধ্যে বুধবার তিনটি ব্যাংক পরিচালনা পর্ষদের বৈঠক ডেকেছে প্রস্তাবিত ‘ডিজি টেন ব্যাংক পিএলসি’-এ বিনিয়োগ অনুমোদন করতে। ১০ ব্যাংকের এ কনসোর্টিয়ামের বাইরেও ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘বিকাশ’-এ বিনিয়োগ করার কথা ঘোষণা দিয়েছে, যেখানে ৫১ শতাংশের মালিকানা হবে ব্র্যাক ব্যাংকের। সব মিলিয়ে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় এখন পর্যন্ত ১১টি ব্যাংক বিনিয়োগে আগ্রহের কথা জানাল। ১০ ব্যাংক মিলে দীর্ঘমেয়াদি কনসোর্টিয়ামের মাধ্যমে বিনিয়োগ বাংলাদেশে এই প্রথম। গত জুন মাসে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে অনলাইনে আবেদন নিতে ওয়েবপোর্টাল চালু করে বাংলাদেশ ব্যাংক। সেখানে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় অন্যান্য শর্তের মধ্যে উদ্যোক্তাদের মধ্য থেকে অর্থ সংগ্রহ করে ১২৫ কোটি টাকা ন্যূনতম পরিশোধিত মূলধন থাকার কথা বলা হয়, যেখানে প্রচলিত ব্যাংকের পরিশোধিত মূলধন হচ্ছে ৫০০ কোটি টাকা। উদ্যোক্তা হতে চাইলে কমপক্ষে ৫০ লাখ টাকার শেয়ার ধারণ থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সর্বশেষ সংশোধনী (২০২৩)-এর ১৪ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি বা পরিবারের সদস্য বা প্রতিষ্ঠান, একক বা যৌথভাবে কোনো ব্যাংকের মোট শেয়ারের ১০ শতাংশের বেশি ক্রয় করতে পারবে না। ডিজিটাল ব্যাংকের মালিকানার বেলায়ও ব্যাংক কোম্পানি আইন প্রযোজ্য হওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেক্ষেত্রে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের ৫ শতাংশের বেশি মালিকানা পেতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সিরিয়ায় সুন্নীদের বিজয়: নেপথ্যের নায়ক হযরত ওমরের বংশধর জোলানি
থার্টি ফার্স্ট নাইট নিয়ে যে সিদ্ধান্ত জানাল সরকার
অস্কার তারকাদের সঙ্গে মেহজাবীন
সিরিয়ায় ইরানি দূতাবাসে বিদ্রোহীদের হামলা
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে শুকরানা স্বরূপ সিজদায় অবনত টাইগার যুবারা
পরীক্ষা হলে ক্ষোভে শিক্ষকদের পেটালেন অভিভাবকরা

আরও খবর