স্পোর্টস ডেস্ক:
প্রথম ফিলিস্তিনি হিসেবে নারী বিশ্বকাপের ম্যাচ পরিচালনার ইতিহাস গড়তে চলেছেন হেবা সাদিয়া; যা এর আগে করে দেখাতে পারেননি দেশটির কোনো পুরুষও।
৩৪ বছর বয়সি হেবার জন্ম ফিলিস্তিনে হলেও বড় হয়েছেন সিরিয়ায়। পড়াশোনা করেছেন খেলাধুলার ওপর। নিজের স্বপ্ন পূরণের পথে পোড়াতে হয়েছে বহু কাঠখড়।
রেফারি হেবা সাদিয়া বলেন, লক্ষ্য পূরণ হয়েছে, আমি খুবই খুশি। তবে এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। কখনো রাস্তায়, কখনো পার্কিং এরিয়াতে প্র্যাকটিস করেছি।
তিনি আরও বলেন, সচেতন থেকেছি ফিটনেস নিয়ে। তবে কঠিন সময়ে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য পাশে কেউ ছিল না। নারী রেফারি বলে অনেকেই আমাকে সহজভাবে নিত না। ঘৃণারও শিকার হতে হয়েছে।