মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭.২৭°সে
সর্বশেষ:
দৌলতদিয়া বাস টার্মিনালে পরিবহন সেক্টরের শ্রমিক দলের আংশিক কমিটি ঘোষণা অনুষ্ঠিত অলস পড়ে আছে ২০০ কোটি টাকায় নির্মিত গাইবান্ধার বালাশী ফেরীঘাট টার্মিনাল লেবানন থেকে রাতে দেশে ফিরছেন ১৯৯ প্রবাসী ইউরোপে অবৈধ অভিবাসীদের বৈধতা ও জিএসপি নীতির সংশোধন চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু সুইং স্টেটগুলোতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে কমলা: জরিপ নোয়াখালীর সেনবাগে সম্পূর্ণ রঙিন সাজে শুভ উদ্বোধন উপজেলা প্রেসক্লাব কে এই দবির উদ্দিন? নিজেকে অধ্যক্ষ হিসেবে জাহির করে নেমেছেন এমপিও বাণিজ্যে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো জলবায়ু সহনশীলতার গল্প, আলোকচিত্র প্রদর্শনী মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন ৬ বাংলাদেশি আমেরিকান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কখন জানা যাবে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল? নির্বাচনে জিততে যেসব প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প ও কমলা

হারিয়ে যাবে ৭০ শতাংশ সমুদ্রসৈকত

সোনালি বালু এবং অন্তহীন তরঙ্গের রাজ্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। তবে চলতি শতকের শেষের দিকে সোনালি বালুর এই রাজ্যের সমুদ্রসৈকতগুলোর ২৫ থেকে ৭০ শতাংশ হারিয়ে যেতে পারে অনুমান করেছেন গবেষকরা।

রোববার গার্ডিয়ানে প্রকাশিত মার্কিন ভূতাত্তিক জরিপের (ইউএসজিএস) এক গবেষণায় এ তথ্য উঠে আসে।

গবেষণায় ক্যালিফোর্নিয়ার ১,১০০ মাইল-লম্বা উপকূল পরীক্ষায় গত দুই দশক ধরে উপগ্রহ থেকে সংগৃহীত ডেটা ব্যবহার করা হয়েছে।

গবেষকরা ২১০০ সালের মধ্যে রাজ্যের উপকূল রেখার আকৃতি এবং অবস্থান অনুমান করতে জলবায়ু সংকটের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১.৬ থেকে ১০ ফুটের মডেলের সঙ্গে মিলিত উপগ্রহ চিত্রগুলো ব্যবহার করেছেন। তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পরিমাণ নির্ভর করবে বর্তমান আর ভবিষ্যতে বায়ুমণ্ডলে কী পরিমাণ কার্বন মিশ্রিত হয় তার ওপর।

সমুদ্রসৈকতগুলো হারিয়ে যাওয়ার পর তারা শুধু রেখে যাবে পাহাড় অথবা উপক‚লীয় অবকাঠামো। গবেষণাটির পরিচালক শন ভিটাউসেক বলেন, ‘সৈকতগুলো ক্যালিফোর্নিয়ার সবচেয়ে আইকনিক বৈশিষ্ট্য আর এসব সমুদ্রসৈকত হারানোর সম্ভাবনাও বাস্তব।’

ক্যালিফোর্নিয়া উপকূলীয় কমিশন ইতোমধ্যেই শহরগুলোর উপকূল রেখা মজবুত করতে উৎসাহ দিয়ে যাচ্ছে। সমুদ্রসৈকতে সিওয়াল (বাঁধ) তৈরি করে অথবা বড় পাথর জমা করে প্রচণ্ড ঢেউ থেকে রক্ষা করা যায়।

গবেষণাটিতে গুরুতর ক্ষয়ের বিশেষ ঝুঁকিতে থাকা বেশ কয়েকটি এলাকার দিকে বেশি গুরুত্ব দেয়। যেমন উত্তর ক্যালিফোর্নিয়ার পয়েন্ট অ্যারেনা ও হামবোল্ট বে, সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার পিসমো বিচ ও মরো বে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচ এবং সান ক্লেমেন্টেও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু
সুইং স্টেটগুলোতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে এগিয়ে কমলা: জরিপ
মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন ৬ বাংলাদেশি আমেরিকান
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কখন জানা যাবে দোদুল্যমান অঙ্গরাজ্যের ফলাফল?
নির্বাচনে জিততে যেসব প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প ও কমলা
মার্কিন নির্বাচনে মুসলিমদের ভোট কার পক্ষে যাবে

আরও খবর