শনিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৫.১৬°সে
সর্বশেষ:
প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের দমন করে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন: খাদ্যমন্ত্রী সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ১৪ মাসের জেল ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে বোমা হামলা, নিহত ৫২ রাষ্ট্রদূত ও দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের পৃথিবীতে ফিরলেন মহাকাশে আটকে পড়া নভোচারীরা চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত টাঙ্গাইলে খাদিজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শাহরুখের কায়দায় ফেরার আভাস দিলেন সালমান বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

সুনামগঞ্জের চামারদানি গ্রামে নদীর স্রোতে ভেসে গেল ভাই, বোন উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামারদানি গ্রামে নদীর স্রোতের টানে নাঈম (১১) নামে এক শিশু ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে। এ সময় তার সঙ্গে থাকা তার খালাতো বোন নাদিয়াকে (৮) স্থানীয়রা উদ্ধার করেছে।

ঈদের দিন বৃহস্পতিবার দুপুর ১টার দিক উপজেলার চামরদানি গ্রামের বাংলাবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মধ্যনগর থানার এসআই সৈয়দ গোলাম সরোয়ার সন্ধ্যায় যুগান্তরকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন নাঈম তার মায়ের সঙ্গে নানা বাড়ি চামারদানি ইউনিয়নের চামারদানি গ্রামে বেড়াতে যান। দুপুরের দিকে খালাতো বোন নাদিয়ার সঙ্গে একই গ্রামে তাদের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হয়। এ সময় তারা একটি কালভার্ট সংলগ্ন ভাঙা রাস্তা অতিক্রম করার সময় স্রোতের টানে দুজনই ভেসে যায়। এ সময় নাদিয়া চিৎকার দিলে স্থানীয় লোকজন তাকে গিয়ে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু শিশু নাঈম নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ নাঈমের খালু ময়না মিয়া বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নাঈমকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন রাত অবধি অভিযান চালিয়ে কোনো সন্ধান পাননি।

তিনি জানান, নিখোঁজ নাঈমের মূল বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামে। সে উক্ত গ্রামের রেহান মিয়ার ছেলে।

মধ্যনগর থানার এসআই সৈয়দ গোলাম সরোয়ার যুগান্তরকে বলেন, নিখোঁজ শিশু নাঈম ও নাদিয়া একটি কালভার্ট অতিক্রম করার সময় দুর্ঘটনার শিকার হয়। ওইখানে কালভার্টের অ্যাপ্রোচটা ভাঙা থাকায় কিছুটা জায়গা পানির ওপর দিয়ে যাতায়াত করতে হয়।

তিনি বলেন, খবর পেয়ে মধ্যনগর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় নিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ নাঈমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের দমন করে দেশে শান্তি ফিরিয়ে এনেছেন: খাদ্যমন্ত্রী
সিসিইউ থেকে কেবিনে খালেদা জিয়া
চুয়াডাঙ্গায় পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত
টাঙ্গাইলে খাদিজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
বঙ্গবন্ধুর সমাধিতে প্রধান বিচারপতির শ্রদ্ধা

আরও খবর