কুমিল্লা প্রতিনিধি:
পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক মুক্ত সমাজ প্রতিষ্ঠা করে আগামীর ডিজিটাল বাংলাদেশকে একটি স্বনির্ভর দেশে রূপান্তর করতে হবে।
তিনি বলেন, আমরা জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ পুলিশ সন্ত্রাস জঙ্গিবাদ এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
কুমিল্লায় মাদক উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, কুমিল্লা সিটি মেয়র ডা. তাহসিন বাহার সূচনা।
পরে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী বিবিরবাজার স্থলবন্দরে কয়েকটি স্থাপনা উদ্বোধন করে ইমিগ্রেশন চেকপোস্ট কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।