বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬.৬৬°সে

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে উত্তেজনা, ভাঙচুর

অনলাইন ডেস্ক:
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারো হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বিএনপিপন্থীদের বিক্ষোভ মিছিল থেকে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা করে ভাঙচুর করা হয় ।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।
এর আগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে সমিতি ভবনের দোতলায় যান।

আগে থেকেই সেখানে অবস্থান করছিল আওয়ামীপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়।

পরে বিএনপির আইনজীবীদের মিছিল থেকে হামলা করে আওয়ামী সমর্থিত সম্পাদক আবদুন নূর দুলালের কক্ষ ভাঙচুর করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৩ মেয়েকে হত্যা,স্বীকার করেন মা-বাবার!
টেলিস্কোপে ধরা পড়ল ভাসমান গ্রহ
চট্টগ্রামে চোরাই কৃত ৮ মোটরসাইকেলসহ গ্রেফতার-১১
ওমরাহ ভিসা নিয়ে ভিক্ষা করতে যাচ্ছিলেন সৌদি আরব, বিমানবন্দরে ধরা ১৬ ভিক্ষুক
এবার দুদকের মামলায় ড. ইউনূসসহ ১৩ জনকে তলব
চিরদিনের জন্য নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প!

আরও খবর