অনলাইন ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নতুন মেয়র আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব হস্তান্তরের পর নগর ভবন থেকে বিদায় নিয়েছেন দুই মেয়াদে মেয়রের দায়িত্বপালনকারী বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগর ভবনের মেয়র কার্যালয় থেকে বিদায় নেন মেয়র আরিফুল হক চৌধুরী। দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিসিকের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী লীগ নেতা ছাড়াও দুই মেয়রের স্ত্রী-সন্তানরা।
দায়িত্ব গ্রহণের পর আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞ। সবার ভালোবাসায় আমি ধন্য। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আমি সিলেট নগরীকে স্মার্ট সিটি হিসেবে গড়তে চাই।