1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
সাতক্ষীরায় সাবিনা-মাসুরাদের লালগালিচা গণসংবর্ধনা - Voice of New Jersey

সাতক্ষীরায় সাবিনা-মাসুরাদের লালগালিচা গণসংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৪ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:
লালগালিচা আর জমকালো আয়োজনে সাফজয়ী সাতক্ষীরার তিন নারী ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও সংবর্ধনা পাওয়া তিন ফুটবলার সাবিনা , মাছুরা ও আফঈদা।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফেফা রেফারি তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদার বাবা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন ও ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।

গণসংবর্ধনা পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিকসহ এক শ জনেরও বেশি কৃতি খেলেয়াড় সাতক্ষীরায় রয়েছে। এসব খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এজন্য এই জেলাকে খেলোয়াড় তৈরির উর্বর ভূমি বলা হয়। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, স্টেডিয়াম, জিমনেসিয়াম, মহিলা হোস্টেলসহ বিভিন্ন সমস্যা পরবর্তী প্রজন্ম থেকে আমাদের মতো খেলোয়াড় উঠে আসাকে বাধার সৃষ্টি করছে। নুতন করে যারা খেলায় আসছে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, সুযোগ-সুবিধা দেওয়া হলে জেলা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরায় সাবিনা-মাসুরাদের লালগালিচা গণসংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:
লালগালিচা আর জমকালো আয়োজনে সাফজয়ী সাতক্ষীরার তিন নারী ফুটবলার অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে তাদের গণসংবর্ধনা দেয়া হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম ও সংবর্ধনা পাওয়া তিন ফুটবলার সাবিনা , মাছুরা ও আফঈদা।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল ও সাবেক ফেফা রেফারি তৈয়েব হাসান বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, আফঈদার বাবা খন্দকার আরিফ হাসান পিন্স, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন ও ক্রীড়া সংস্থার আইনুল ইসলাম নান্টা।

গণসংবর্ধনা পেয়ে অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিকসহ এক শ জনেরও বেশি কৃতি খেলেয়াড় সাতক্ষীরায় রয়েছে। এসব খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। এজন্য এই জেলাকে খেলোয়াড় তৈরির উর্বর ভূমি বলা হয়। কিন্তু আমাদের এখানে অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, স্টেডিয়াম, জিমনেসিয়াম, মহিলা হোস্টেলসহ বিভিন্ন সমস্যা পরবর্তী প্রজন্ম থেকে আমাদের মতো খেলোয়াড় উঠে আসাকে বাধার সৃষ্টি করছে। নুতন করে যারা খেলায় আসছে তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, সুযোগ-সুবিধা দেওয়া হলে জেলা থেকে আরও অনেক খেলোয়াড় উঠে আসবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT