শেরপুর প্রতিনিধি
শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন।রবিবার (২৯ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের শেরপুর সদরের ভাতশালা জোড়া পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
নিহতরা হলেন- নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের শাহজাহান আলীর অনার্স পড়ুয়া মেয়ে মাইসা তাসনিম মিম, তার ভাই সদ্য অনার্স শেষ করা কামরুজ্জামান, সদরের আলিনাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মোখলেছুর রহমান মাস্টার (৭৫), তার স্ত্রী রওশন আরা ও অটোরিকশা চালক লোকমান হোসেন (৩৫)।
নিহত অন্য এক নারীর লাশ জিনোম হাসপাতালে রয়েছে। ওই নারীর নাম পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে সিএনজি চালিত অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত তাকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply