অনলাইন ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই সাকিব আল হাসান। এছাড়া টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দল ঘোষণা করা হয়।
টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছন আলিস আল ইসলাম। রহস্য স্পিনার হিসেবে বিপিএলে বেশ ভালোই করছেন তিনি। এছাড়া দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। বাদ পড়েছেন হাসান মাহমুদ, রনি তালুকদার, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ও শামীম পাটোয়ারী।
ওয়ানডে দলের স্কোয়াড থেকেও বাদ পড়েছেন হাসান মাহমুদ, রাকিবুল হাসান ও আফিফ হোসেন।
আগামী ৪ মার্চ থেকে সিলেটে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ।
টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদুল্লাহ রিযাদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও আলিস আল ইসলাম।
ওয়ানডে দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।