বিশেষ প্রতিনিধি(নিউজার্সি ) যুক্তরাষ্ট্র:
আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে বিক্ষোভ মাদার অব ডেমোক্রসি দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই,হঠাও হাসিনা বাঁচাও দেশ এই শ্লোগানকে সামনে রেখে ৭ই সেপ্টেম্বর,রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ উদ্যোগে প্যাটারসন বেঙ্গল ইন্সুরেন্সের হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ সভাপতি সৈয়দ জুবায়ের আলী এবং সাধারন সম্পাদক হোসেন পাঠান বাচ্চু জানান,আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে বিক্ষোভ মাদার অব ডেমোক্রসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই,হঠাও হাসিনা বাঁচাও দেশ এই শ্লোগানকে সামনে রেখে শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করার জন্য আমরা একটি সভা আয়োজন করেছি। এই সভায় বিএনপি নিউজার্সি ষ্টেট (নর্থ) ইউএসএ প্রতিরোধ কর্মসূচি সফল করতে নিউজার্সি বিএনপির মতবিনিময় সভা সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।