বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১.৫৬°সে
সর্বশেষ:
সেনা অভিযানে ৬ হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার নাফ নদী থেকে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার কানের দুলের জন্য ১০ বছরের শিশুকে হত্যা সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে সামগ্রিক কল্যাণে ঐক্যবদ্ধ থাকার সংকল্প প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরি কমিটি (২০২৪-২০২৬)গঠন রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা সংস্কার এখন জরুরি : জেএসএফ মাদ্রাসাছাত্র হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন চীনে পথচারীদের ওপর গাড়ি, নিহত অন্তত ৩৫

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করবে জি-৭ দেশগুলো

অনলাইন ডেস্ক:
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশি দামে তেল বিক্রি অব্যাহত রাখায় এখন রাশিয়ার ওপর আরও কঠোর হওয়ার অঙ্গীকার করেছে জি-৭ দেশগুলো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বৈঠকে মিলিত হয়ে জি-৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীরা এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানান, রাশিয়া যাতে বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করতে না পারে, সে জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।
২০২২ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন, জি-৭ এবং অস্ট্রেলিয়া মিলে সিদ্ধান্ত নিয়েছিল যে, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে নির্দিষ্ট দামের সীমা বজায় রাখতে হবে। যাতে তেল বিক্রি থেকে রাশিয়ার আয়ের পরিমাণ কমিয়ে দেওয়া যায়। কিন্তু কিছু দেশ, বিশেষ করে চীন, পশ্চিমা দেশগুলোর নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাশিয়ার কাছ থেকে তেল কিনে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেল রপ্তানির এই কার্যক্রম বন্ধে আরও কঠোর নজরদারি এবং নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা নিয়েছে জি-৭ দেশগুলো।

জি-৭ অর্থমন্ত্রীদের মতে, রাশিয়া নিষেধাজ্ঞা এড়াতে পুরোনো এবং বেনামি জাহাজ ব্যবহার করে তেল রপ্তানি করছে। এ ধরনের জাহাজগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ ছাড়াই ব্যবহার করা হচ্ছে এবং এগুলো কোথা থেকে আসে, কোথায় যাচ্ছে তা স্পষ্ট নয়। এদেরকে “ডার্ক ফ্লিট” নামে অভিহিত করা হয়, যারা মাঝসমুদ্রে তেল ভরে নিয়ে যায়। এর আগে একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানও তেল রপ্তানি করেছিল।

জি-৭ ভুক্ত দেশগুলোর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপরও কঠোর নজরদারি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যাতে রাশিয়া গোপনে এই ধরনের তেল রপ্তানি কার্যক্রম চালাতে না পারে।

এছাড়াও বৈঠকে ইউক্রেনকে আরও ৫ হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ঋণের অর্থ ইউক্রেনকে পরিশোধ করতে হবে না; বরং যুদ্ধ শুরুর পর রাশিয়ার বাজেয়াপ্তকৃত অর্থের সুদ থেকে এই ঋণ পরিশোধ করা হবে।

ওই বৈঠকে জি-৭ দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং ওইসিডির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সেনা অভিযানে ৬ হাজারের বেশি অবৈধ অস্ত্র উদ্ধার
নাফ নদী থেকে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কোর অব সিগন্যালস-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
উখিয়ায় ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার
সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র থেকে তরুণীর পলায়ন, নির্যাতনের অভিযোগ
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ‘বিশাল সুযোগ’ পেতে যাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আরও খবর