অনলাইন ডেস্ক:
রাশিয়ার একটি ক্যাম্প সাইটে ঝড়ে গাছ পড়ে ৮ জন নিহত হয়েছে। আহত আরো ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়া কর্তৃপক্ষ।
ইয়োশকার-ওলা শহরের মেয়র ইয়েভজেনি মাসলোভ বলেছেন, সব শেষ তথ্যে জানা গেছে মারি এলে হারিকেনের আট জনের মৃত্যু হয়েছে।
ভলগা নদীর তীরে মারি এল এলাকা অবস্থিত। ঘটনার পর প্রায় শতাধিক উদ্ধারকারী ধ্বংসস্তুপ পরিষ্কার করেছে। সবমিলিয়ে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৭ জন।
রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, ছুটি কাটাতে যাওয়া মানুষেরা আবহাওয়ার পূর্বাভাস আমলে নেননি। ঘূর্ণিঝড়ের সময় ওই এলাকায় শত শত মানুুষ তাঁবুবাসে গিয়েছিলেন।
সূত্র: এফএফপি