
চাইথোয়াইমং মারমা ,স্টাফ রিপোর্টার(রাঙ্গামাটি):
চলতি শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২টি সরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফল করেছে রাজস্থলী সরকারি ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজ। প্রতিষ্ঠান দুইটিতে এবারের পাশের হার মাত্র রাজস্থলী সরকারি কলেজে ১০.৮৫ ও বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ৯.১৮ শতাংশ।
চলতি বছরে মোট ১২৯ জন রাজস্থলী সরকারি কলেজ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কেবল ১৪ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। বাকি ১১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য । অপর দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজে ১৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ১৮ জন কৃতকার্য হয়। বাকী ১৭৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। যা ২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফলকে মারাত্মকভাবে ফলাফল নিচে নামিয়ে দিয়েছে।
ফলাফলের এই বিপর্যয়ের জন্য শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের পারস্পরিক উদাসীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অনেকের মতে, পাঠদানে গাফিলতি, পরীক্ষার পূর্ব প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীদের অনীহা—সব মিলিয়ে এমন হতাশাজনক ফলাফলের জন্ম দিয়েছে।। স্থানীয় অভিভাবক ও সচেতন মহল বলেন, সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠান দুইটির শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।