1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
রাজস্থলীতে শাবক বন্য হাতি উদ্ধার - Voice of New Jersey
লিড নিউজ
শিরোনামঃ

রাজস্থলীতে শাবক বন্য হাতি উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

চাইথোয়াইমং মারমা:রাঙ্গামাটি

রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে একটি বন্য হাতি শাবক উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ৩ নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া নামক স্থান চিতা খোলা নামক ঝিড়ির পাশে পাহাড়ের পাদদেশে বন্য শাবক হাতি টি উদ্ধার করে বলে বন বিভাগ জানান।

রাইখালি র্যাঞ্জের দায়িত্বে নিয়োজিত বনকর্মী হাসান জানান, আজ বিকাল সাড়ে তিনটায় কয়েকজন পথচারী একটি হাতির বন্য শাবক পড়ে থাকতে দেখে বনকর্মীদের খবর দেয় স্থানীয়রা। বনকর্মীরা বন্য তির বাচ্চাটি অক্ষত অবস্থায় পেয়েছে।ধারণা করা হচ্ছে মা হাতি খাবারের সন্ধানে গেলে শাবক টি গভীর ঝিড়িতে পড়ে যায়।
রাজভিলা রেন্জের রেন্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, হাতির শাবকের বিষয়ে শুনেছি, আমার অফিসের ষ্টাপরা উদ্ধারের জন্য ঘটনা স্থলে গেছেন। তবে উদ্ধারের পর শাবকটির মা এর জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে। ২৪ ঘন্টার পর বুঝাযাবে শাবক টি ইকো পার্ক নাকি সাফারী পার্কে পাঠানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র বলেন, গতকাল থেকে শুনেছি ওগাড়ী পাড়া এলাকায় বন্যহাতির তান্ডব, বিষয় টি বনবিভাগ কে অবগত করেছি হাতি তাড়ানের জন্য। আজ সোমবার একটি হাতির শাবক ঝিড়িতে পড়ে আছে বলে শুনছি। হাতির শাবক টি উদ্ধারের জন্য বন বিভাগ কে বলা হয়ছে তারা এসে শাবক টি উদ্ধার করে বন বিভাগের আইন আনুগ ব্যবস্থা করবেন।

উদ্ধার হওয়া হাতির শাবক টি যে কানে পড়েছিল তার কিছু দূরে মা হাতি অবস্থান করছে বলে জানা গেছে।
প্রঙ্গতঃ গত সোমবার থেকে বন্যহাতির তান্ডব চলছে উপজেলার গামারী বাগান, ওগাড়ী পাড়া, ইউনিম্রং পাড়ার পাশের কলা বাগান দেখা গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT