রাজু আহমেদ রাজবাড়ী :
মঙ্গলবার (২০ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চর কর্নেশনা এলাকায় জেলে আনিছ হালদারের জালে মাছটি ধরা পড়ে। প্রকাশ্য নিলামে তার কাছ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।
জেলে আনিছ হালদার জানান, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বড় আকৃতির মাছ ধরা পড়ছে। তাই তিনি সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে চর কর্নেশনা এলাকায় সঙ্গীদের নিয়ে জাল ফেলেন। সেসময় তার জালে ১৪ কেজি ওজনের কাতল মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ বাজারের রওশন মোল্লার আড়তে নিয়ে যান। সেখানে মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাহজাহান শেখ এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, আনিছ হালদারের কাছ থেকে মাছটি কিনে আমার আড়তে নিয়ে আসি। পরে মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। মাছটি বিক্রি করে ৭০০ টাকা লাভ হয়েছে।