কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে একটি যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং একজন ম্যাজিস্ট্রেট অংশ নেন। যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানের সময় ওই এলাকা তল্লাশি করে ৩টি এলজি, একনলা বন্দুক, ৭টি কার্তুজ, দা, হাতুড়ি, ৩টি চাকু, ২টি চাপাতি, ফাঁকা দলিল-দস্তাবেজ এবং কিছু গাঁজা উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর মতে, উদ্ধারকৃত অস্ত্রগুলো সন্ত্রাসীরা অপরাধমূলক কার্যক্রমে ব্যবহার করছিল।