1. editorvonj@gmail.com : admin :
  2. nagorikit@gmail.com : administrator :
যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ, ফেরত আনল বিজিবি - Voice of New Jersey

যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ, ফেরত আনল বিজিবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মপুর ইউনিয়নের দ্বীপনগর সীমান্ত এলাকার মাঠে কাজ করছিলেন ২২ বছর বয়সি আল-আমিন। শুক্রবার সকালে তাকে তুলে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের হাতে তুলে দেন বাংলাদেশি কয়েকজন নাগরিক। পরে এ নিয়ে বৈঠকে বসে বিজিবি ও বিএসএফ। বৈঠকের পর বিকালনাগাদ বাংলাদেশি তরুণ ও ভারতীয় কৃষককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

আল-আমিন দ্বীপনগর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আর ভারতে ফেরত পাঠানো ওই ব্যক্তির নাম নারায়ণ চন্দ্র রায় (৪৫)। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩২৩/১-এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে আল-আমিনকে ধরে নিয়ে যায় বিএসএফ। প্রতিক্রিয়ায় স্থানীয়রা একজন ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক সীমারেখায় কাজ করার সময় আটক করেন। পরে বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ এর হাতে তুলে দেন। এ নিয়ে আজ বিকালে বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। পরে দুই দেশের দুই নাগরিক নিজ নিজ দেশে ফিরে যান।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্ত এলাকায় বিজিবির টহল দল স্থানীয় এবং অন্যদের জিজ্ঞাসাবাদে জানতে পারে- মাসখানেক আগে পাঁচ বাংলাদেশি ভারতে যান। তারা একজন ভারতীয় ঠিকাদারের হয়ে কাজ করেন; কিন্তু ওই ঠিকাদার তাদের ন্যায্য পারিশ্রমিক দেন না। শুক্রবার সকালে তারা দেশে প্রবেশ করতে গেলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। তাদের ধরতে না পেরে পাচারকাজে সহায়তাকারী সন্দেহে খেতে কাজ করা আল-আমিনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।

এদিকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ওই পাঁচজনের মধ্যে দুজনকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত ভবিন্দ্র দেবের ছেলে মলিন দেব (৫০) ও বিরল উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের বিলাসুর ছেলে জয়ন্ত সরকার (৩০)।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT