অনলাইন ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের হামলার ছবিসহ ঘটনা সম্পর্কে লিখিতভাবে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসে পাঠিয়েছে গণঅধিকার পরিষদ।
শনিবার দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।
আবু হানিফ বলেন, ‘প্রকাশ্যে দিবালোকে নুরুল হক নুরের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। ছবিসহ সেই হামলা সম্পর্কে আমরা ঢাকাস্থ যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে লিখিতভাবে জানিয়েছি। এছাড়াও গভীর রাতে নুরের বাসায় ডিবি পুলিশ দরজা ভেঙে ওয়ারেন্ট ছাড়া ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে আটক করেছে। সে ঘটনারও স্থিরচিত্র ও ভিডিও দেওয়া হয়েছে’।