অনলাইন ডেস্ক:
আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির মিশিগান শহরের একটি ওয়াটার পার্কে এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে দুই শিশু ও তাদের মা’ও রয়েছে।এই শিশুদের একজনের বয়স চার এবং আরেকজনের বয়স ৮ বছর।
ওকল্যান্ড কাউন্টির পুলিশ মাইকেল বাউচার্ড এক সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় শনিবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে রচেস্টার হিলসের ব্রুকল্যান্ড প্লাজা স্প্ল্যাশ প্যাড পার্কের সামনে গাড়ি থেকে নেমেই ওই বন্দুকধারী একটি নাইন মিলিমিটার সেমিঅটোমেটিক পিস্তল থেকে প্রায় ৩০টি গুলি ছোড়েন। এতে ৯ জন গুলিবিদ্ধ হন।
মাথায় গুলিবিদ্ধ আট বছর বয়সী একজন ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া পেটে ও পায়ে গুলি লাগায় ওই শিশুর মা-ও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে তার চার বছর বয়সী ভাই পায়ে ক্ষত নিয়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে।
এদিকে এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তির পিছু নিয়ে তার বাড়ি পর্যন্ত যায় মার্কিন পুলিশ। তবে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া। ধারণা করা হচ্ছে সে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে।
ওই হামলাকারীর নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি মার্কিন পুলিশ। তবে তার বয়স ৪২ বছর। সে একজন শ্বেতাঙ্গ মার্কিন নাগরিক।