অনলাইন ডেস্ক :
যুক্তরাষ্ট্র থেকে ইতোমধ্যে বিপজ্জনক ক্লাস্টার বোমার প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। এবার এই বোমা নিয়ে সতর্কবার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুদ আছে এবং ইউক্রেনে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করলে রাশিয়ারও এ বোমা ব্যবহারের অধিকার আছে। খবর আল জাজিরার।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি তারা আমাদের বিরুদ্ধে এ বোমা ব্যবহার করে তাহলে অবশ্যই পালটা পদক্ষেপ হিসেবে এটি ব্যবহারের অধিকার রাখি।
এদিকে কিয়েভ সরকার জানিয়েছে, তারা শুধু রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে এ বোমা ব্যবহার করবে।
এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস্টার বোমা ১০০টিরও বেশি দেশ নিষিদ্ধ করেছে। কারণ এ বোমা বেসামরিক মানুষের জন্য বড় বিপদ ডেকে আনে।
প্রসঙ্গত, ক্লাস্টার বোমা বলতে সাধারণত অনেকগুলো ছোট ছোট বোমাকে বোঝায়, যা লক্ষ্যবস্তুতে একসঙ্গে নিক্ষেপ করা হয়। এতে বিস্তৃত অঞ্চলজুড়ে নির্বিচারে হত্যা করা যায়।