অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি সেমি ট্রাকের সঙ্গে একাধিক গাড়ির সংঘর্ষে পাঁচজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার এ তথ্য নিশ্চিত করে অঙ্গরাজ্যটির প্রশাসন। নিহতদের মধ্যে দুই শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। খবর রয়টার্স ও সিএনএনের।
আরও পড়ুন: শেষ মুহূর্তে বিল পাশ করে শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র
কর্তৃপক্ষ জানায়, সাড়ে সাত হাজার গ্যালন বিষাক্ত রাসায়নিক ছিল ট্রাকটিতে। শুক্রবার শেষ রাতের দিকে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এটি। উলটে যায় হাইওয়েতে। পেছন থেকে আসা পর পর আরও কয়েকটি গাড়ি ধাক্কা খায় সামনেরটির সঙ্গে। ট্রাক থেকে ছড়িয়ে পড়ে চার হাজার গ্যালন রাসায়নিক।
দূষণের শঙ্কায় এক মাইল এলাকাজুড়ে জারি হয় সতর্কতা। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।