সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩.৮৬°সে
সর্বশেষ:
গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার মোহনগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক ২২ বছর পর অজিদের রাজ্যে সিরিজ জিতল পাকিস্তান ১৬ বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সারজিসের অনুরোধ বাসসের প্রতিবেদন: শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক পৃথক বিক্ষোভ- সমাবেশ উত্তেজনা বাড়িয়ে মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা চালাল ইউক্রেন প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আসছে তীব্র শৈতপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে পরিবর্তন আসছে ফেসবুক মনিটাইজেশনে, আয় বৃদ্ধির সম্ভাবনা কুষ্টিয়ায় জনবান্ধব ভূমিসেবা ও জরিপ কার্যক্রমে মাঠ প্রশাসনের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের স্কুল ভবনের উদ্বোধন

 মুসলিমদের সংখ্যা বাড়ছে অস্ট্রিয়া

অনলাইন ডেস্ক :
ভিয়েনা, ওয়াইন এবং অসাধারণ সব দৃশ্য। একশ বছর আগে নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছিল অস্ট্রিয়া। দেশটিতে দিন দিন ইসলাম ধর্মের মানুষের সংখ্যা বাড়ছে। চলুন দেশটি সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেয়া যাক।
অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। স্থলবেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র, পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি, এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিশ্‌টেন্‌ষ্টাইন।

অস্ট্রিয়া মূলত আল্পস পর্বতমালার উপরে অবস্থিত। দেশটির তিন-চতুর্থাংশ এলাকা পর্বতময়। এটি ইউরোপের ৬টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে। অস্ট্রিয়া ১৯৫৫ থেকে জাতিসংঘের এবং ১৯৯৫ থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য।

বার্গেনল্যান্ড থেকে লেক কন্সটান্সের মধ্যকার দেশটির নয়টি রাজ্যে বিভক্ত। অস্ট্রিয়ায় ৮.৮ মিলিয়ন (৮৮ লাখ) মানুষের বাস। দেশটির অধিকাংশ অংশই আসলে পাহাড়ি অঞ্চল। পুরো দেশের মতো পূর্বাঞ্চলের ফোরার্লব্যার্গ রাজ্যও ছবির মতো সুন্দর।

ভিয়েনায় শ্যোনবর্ন প্যালেসের মতো অস্ট্রিয়ান এম্পায়ারের আর কোনো বড় প্রতীক নেই। ১৯১৮ সাল অবধি এটা ছিল হাবর্সবর্গ শাসকদের গ্রীষ্মকালীন আবাস। পরবর্তীতে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা করে ইউনেস্কো। বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন।

গ্রীষ্মে ভিয়েনার বাসিন্দারা শহরের বাইরে দেশটির সবুজ গ্রামাঞ্চলে ছুটে যান। লোয়ার অস্ট্রিয়ার ভাইনফিয়ার্টেল ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত। অনেকেই এই অঞ্চলে যান সরাসরি ওয়াইন উৎপাদকের কাছ থেকে ওয়াইন পানের আশায়।

অস্ট্রিয়ার সবচেয়ে নিম্নাঞ্চল হচ্ছে বার্গেনল্যান্ড। সেখানে লেখ নয়েসিডলের অবস্থান, যেখানে দুর্লভ সব পাখির দেখা মেলে। এলাকাটি বিশ্বের সবচেয়ে শান্ত ইলেক্ট্রো-পপ উৎসব লেক অব লাভ এর জন্যও বিখ্যাত। সেই উৎসবের সংগীত সবাই একত্রে শুনলেও কানে পৌঁছায় আলাদা আলাদা হেডফোনে।

অস্ট্রিয়াতে প্রচলিত ধর্মবিশ্বাসের মধ্যে রোমান ক্যাথলিক খ্রিস্টধর্ম প্রধান। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী ৭৩.৬% লোক এই ধর্মে বিশ্বাসী। প্রায় ১১.৫% লোক প্রতি রোববারে গির্জায় যান। তবে গির্জায় যাওয়ার পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। লুথেরান খ্রিস্টধর্মাবলম্বীরা ২০০৬ সালে জনসংখ্যার ৪.৭% ছিল; এরা বেশির ভাগই দক্ষিণ অস্ট্রিয়ার কের্নটেন অঙ্গরাজ্যে বাস করে। অস্ট্রিয়াতে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বর্তমানে এরা জনসংখ্যার ৪.২%। এছাড়াও অস্ট্রিয়াতে স্বল্পসংখ্যক হিন্দু, শিখ, বৌদ্ধ ও ইহুদীবাস করেন।
সূত্র: ডয়চে ভেলে ও উইকিপিডিয়া

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেফতার
মোহনগঞ্জে মাদক ও দেশীয় অস্ত্রসহ বউ-শাশুড়ি আটক
২২ বছর পর অজিদের রাজ্যে সিরিজ জিতল পাকিস্তান
১৬ বছরের অপকর্ম বিশ্বের কাছে তুলে ধরতে সুশীল সমাজকে সারজিসের অনুরোধ
বাসসের প্রতিবেদন: শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারি করা হচ্ছে
পতিত স্বৈরাচার ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পৃথক পৃথক বিক্ষোভ- সমাবেশ

আরও খবর